ফেসবুক নতুন স্ট্যাটাস ২০২৩

ফেসবুক নতুন স্ট্যাটাস ২০২৩
ফেসবুক নতুন স্ট্যাটাস ২০২৩



New Facebook status 2023
 New Facebook status 2023

গবেষণায় প্রমানিত মেয়েরা পছন্দের মানুষটা কে ভাইয়া বলে ডাকে।


গালি আবিষ্কার না হলে অর্ধেক বাঙালী হাইপ্রেসারে মারা যেত!

আগের দিনে ভিলেন থাকতো মেয়ের বাবা আর এখন কার দিনে ভিলেন থাকে মেয়ের বেস্টফ্রেন্ড!

 

Facebook new status 2023
Facebook new status 2023

বউকে ভালোবাসতে শিখুন, কিন্তু কার বউ সেটা দেখার বিষয় না!


মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয় শুধু শাশুড়ীর মেয়ের কথা ভেবে বেঁচে আছি।

Facebook status 2023
 Facebook status 2023

আপনি তাড়া করছেন কিনা তা দেখার জন্য আমি কখনও ঘুরে দাঁড়াব না।

আপনার সাথে যা ঘটে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, 

যে আপনার মনের কথাই বুঝলো না সে আপনার দুই লাইনের স্ট্যাটাস এর কি বুঝবে ?

Facebook new status
Facebook new status 
আমি #আসল পুরুষ দেখি নিতবে ঘর জামাই থাকে এক পুরুষ কে বউয়েরসাথে ঝগড়া করতে দেখেছি ।

ব্রেকিং নিউজ বাবু ডাকার কারনে গার্লফ্রেন্ডেরকুলে উঠে মুতে দিলো বয়ফ্রেন্ড।

টিভিতে হাসির কিছু দেখলেরিমোটে হাহা রিয়েক্ট খুঁজি।
Facebook best status
Facebook status
বালিকা হেয়ার স্টাইল করে কি হবে মাথায়তো সব উকুনে ভর্তি।

“বিশ্বাস” কাছের মানুষই সবার আগে ভাঙ্গে।

রাত যতাে বাড়তে থাকে, মনের ব্যথাগুলাে ততাে গাঢ় হতে থাকে।

জীবনের গল্পগুলাে তাে একই থাকে, বদলায় তাে শুধু চরিত্রগুলাে।
Facebook status
Facebook status
বিষের চেয়েও বিষাক্ত বেশি, সে হলাে পাড়া-প্রতিবেশী।

সব ভালােবাসার গল্প কাছে আসার হয়না।

একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথায় বিশ্বাস করে কত মানুষ বেঁচে আছে।

অভিমানগুলাে চোখের কোনায় জমা হয়, শুধু চোখের দিকে তাকিয়ে কেউ দেখেনা। 
ফেসবুক স্ট্যাটাস
ফেসবুক স্ট্যাটাস 
গল্পটা আমাদের ছিলাে না, ছিলাে একান্তই আমার।

কার খবর কে রাখে, হাসলেই কি সবাই ভালাে থাকে।

দূরত্ব কিছু না… যদি ভালােবাসা আর বিশ্বাস অটুট থাকে।

সমস্যা বােঝার কেউ নেই, সবাই একে অপরকে দোষ দিতেই ব্যস্ত।
ফেসবুক স্ট্যাটাস
ফেসবুক স্ট্যাটাস 















অবহেলা  করতে করতে যেদিন অবহেলার মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা করা কত সাংঘাতিক

নিজেকে ভালোবাসো দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে।

স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়।

দুই দিনের দুনিয়ায় কাউকে বিশ্বাস করা ঠিক না।


আমার সবথেকে বড় সমস্যা হল সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url