বাংলা,ইংরেজি, গনিত গুরুত্বপূর্ণ MCQ ❤️🩹
বিষয় :- bangla, English, Math, GK
বাংলা
১. ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ক.ইন্দিরা দেবী ✅
খ.কাদম্বরী
গ.দেবীমৃণালিনী
ঘ.দেবীমৈত্রেয়ী দেবী
২. আনন্দমঠ উপন্যাসের লেখক কে?
ক.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✅
খ.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ.আনন্দমােহন বাগচী
ঙ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. আলাওলের ‘তােহফা’ কোন ধরনের কাব্য?ক.আত্মজীবনী
খ.প্রণয়কাব্য
গ.নীতিকাব্য ✅
ঘ.জঙ্গনামা
৪. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি
খ.কর্মধারয়
গ.সুপসুপা
ঘ.অব্যয়ীভাব ✅
ঙ.দন্দ্ব
৫. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা?
ক.মাইকেল মধুসূদন দত্ত
খ.দীনবন্ধু মিত্র
গ.রামনারায়ণ তর্করত্ন ✅
ঘ.রবীন্দ্রনাথ ঠাকুর
ঙ. আলাওল
৬. আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’— এ গানের প্রথমসুরকার কে?
ক.আবদুল গাফফার চৌধুরী
খ.আসাদ চৌধুরীআলতাফ মাহমুদ
ঘ.আব্দুল লতিফ ✅
৭. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে-
ক.১১৯৯ – ১২৫০ পর্যন্ত
খ.১২০১-১৩৫০ পর্যন্ত ✅
গ.১২৫০ – ১৩৫০ পর্যন্ত
ঘ১২৫০–১৪৫০ পর্যন্ত
ইংরেজি
৮..“One of the four sentences, given below is grammatically wrong.
Choose the wrong sentence
A. The land is belonged to an old lady ✅
B. They parted from one another suddenly
C. The leader expressed himself forcibly
D. Mother bought me an ice-cream”
৯._____ his earlier study, the Professor’s new study indicates a general warming trend in global weather.
A.In contrast of
B.In contrast to✅
C.In contrast by
D.In contrast as
১০. World ‘No-Tobacco Day’ is observed on-
A.30May
B.25May
C.28May
D.May 31✅
১১. Badminton is the national sport of —
A.Malaysia✅
B.Scotland
C.China
D.Nepal
১২..Fill in the blank of the following sentence with the right form of the verb.If I______ a king!
A.am
B.was
C.were✅
D.shall be
১৩..What is the masculine gender of “mare”?
A.Mermaid
B.Bear
C.Stallion✅
D.Dog
সাধারণ জ্ঞান
১৪.বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
A.এ,ডি,বি
B.বিশ্বব্যাংক ✅
C.জাইকা
Dআই,এম,এফ
E.ইউ এন ডি পি
১৫.. কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
A.ভিয়েতনাম
B.ডেনমার্ক✅
C.বেলজিয়াম
D.আর্মেনিয়া
১৬..রক্তে হিমােগ্লোবিনের কাজ কি?
A.অক্সিজেন পরিবহন করা✅
B.রােগ প্রতিরােধ করার
C.জমাট বাধতে সাহায্য করা
C.উপরে উল্লিখিত সব কয়টিই
১৭..হাড় ও দাঁতকে মজবুত করে—
A.আয়ােডিন
B.আয়রন
C.ম্যাগনেসিয়াম
D.ক্যালসিয়াম ও ফসফরাস✅
১৮.নবায়নযােগ্য জ্বালানি কোনটি?
A.পরমাণু শক্তি✅
B.কয়লা
C.প্রাকৃতিক
D.গ্যাসপেট্রোল
১৯.বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ____
A.ঘনত্ব কম
B.ঘনত্ব বেশি✅
C.তাপমাত্রা বেশি
D.দ্রবণীয়তা বেশি
গনিত
২০.যদি a + b = 2, ab = 1 হয় তবে, a এবং b এর মান যথাক্রমে-
ক.0, 21,
খ. 1,1, ✅
গ.-1,3
ঘ.-3, -4
ঙ. -1,1
২১.একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত? “
ক.6
খ.8
গ.12 ✅
ঘ.24
২২.একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
ক.২২৫ বর্গমিটার
খ.১৪৪ বর্গমিটার
গ.১৬৯ বর্গমিটার
ঘ.১৯৬ বর্গমিটার✅
২৩. কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত
ক.১০
খ.৯
গ.৯০ ✅
ঘ.১০০
২৪. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যােগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
ক.৬
খ.৫
গ.৩
ঘ.৪ ✅
২৫. একটি পঞ্চভুজের সমষ্টি-
ক.৪ সমকোণ
খ.৬ সমকোণ ✅
গ.৮ সমকোণ
ঘ.১০ সমকোণ
২৬. ০.০৩, ০.১২, ০.৪৮—শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
ক০.৯৬
খ.১.৪৮
গ.১.৯২ ✅
ঘ.১.৫০