মুক্তিযুদ্ধ বিষয়ক MCQ

আসসালামু আলাইকুম 

টপিক :মুক্তিযুদ্ধ
১.১৯৭১ সালে মুজিবনগর সরকার কতৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল -
ক.জয়বাংলা✅
খ.বাংলাদেশ 
গ.স্বাধীনতা 
ঘ.মুক্তির ডাক

২.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়?
ক.৭
খ.৬৭
গ.১৭৪✅
ঘ.৪২৪

৩.বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর?
ক.২ মার্চ
খ.৪ মার্চ
গ.৭ মার্চ
ঘ.৩ মার্চ✅

৪।বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখ এ শহিদ হন?
ক.৫ সেপ্টেম্বর ১৯৭১
খ.১৪ ডিসেম্বর ১৯৭১✅

গ.৮ সেপ্টেম্বর ১৯৭১ 
ঘ.১০ ডিসেম্বর ১৯৭১

৫.মুক্তিযুদ্ধ ভিওিক প্রামাণ্য চলচ্চিত্র " স্মৃতি ৭১" এর পরিচালক কে?
ক.জহির রায়হান 
খ.তারেক মাসুদ 
গ.মোরশেদুল ইসলাম 
ঘ.তানভীর মোকাম্মেল✅

৬.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
ক.আজিমপুর কবরস্থানে
খ.শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে✅
গ.বনানী কবরস্থানে
ঘ.সেনাবাহিনী কবরস্থানে 

৭.'let there be light ' বিখ্যাত ছবটি পরিচালনা করেন-
ক.আমজাদ হোসেন 
খ.জহির রায়হান ✅
গ.খান আতাউর রহমান 
ঘ.শেখ নিয়ামত আলী

৮।মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক.এম মনসুর আলী
খ.তাজউদ্দীন আহমেদ 
গ.মোস্তাক আহমেদ 
ঘ.এ.এইচ.এম. কামরুজ্জামান ✅

৯.মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
ক.১০ জানুয়ারি 
খ.১৭ এপ্রিল✅
গ.১৭ মার্চ
ঘ.১০ মে

১০.বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত? 
ক.কাঁকন বিবি✅
খ.সিতারা বেগম
গ.তারামন বিবি
ঘ.নীলিমা 

১১.গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে?
ক.জহির রায়হান 
খ.আমজাদ হোসেন 
গ.নাসির উদ্দিন ইউসুফ✅
ঘ.মোরশেদুল ইসলাম 

১২।বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম? 
ক.ভয়েস অব লিবার্টি 
খ.দ্য স্পিচ✅
গ.ওরা ১১ জন
ঘ.তজর্নী

১৩।বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কী?
ক.শিমুলিয়া
খ.টুংগীপাড়া
গ.চন্দবাড়ি
ঘ.ভবেরপাড়া🧐

১৪।মুক্তিযুদ্ধ বিষয়ক ১ম উপন্যাস কোনটি? 
ক.নিষিদ্ধ লোবান
খ.রাইফেল রোটি আওরাত✅
গ.কালান্তর
ঘ.হাঙর নদী গ্রেনেড

১৫।বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন?
ক.Mohiuddin Jahangir 
খ.Hamidur Rahman
গ.Munshi Abdur Rauf✅
ঘ.Muhammad Mustafa

16.বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
ক.১৬ মার্চ
খ.২৬ মার্চ
গ.২ মার্চ✅
ঘ.৩ মার্চ

১৭।অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিল-
ক.রাও ফরমান আলী✅
খ.ইয়াহিয়া খান
গ.জেনারেল নিয়াজী
ঘ.ইস্কান্দার মির্জা

১৮।বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? 
ক.ভারত
খ.ইরাক
গ.রাশিয়া
ঘ.ভুটান ✅

১৯।আমার দেখা নয়া চীন গ্রন্থের ভুমিকা লিখেছেন কে?
ক.শেখ হাসিনা👻✅✅
খ.শেখ মুজিবুর রহমান 
গ.আনিসুজ্জামান 
ঘ.আবির আহমেদ 

২০।সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
ক.৮ নং
খ.৫ নং
গ.২ নং✅
ঘ.৪ নং




ধন্যবাদ সবাইকে 
উত্তরমালা মিলিয়ে নিবেন সবাই
উত্তর মালা:
১.ক
২.গ
৩.ঘ
৪.খ
৫.ঘ
৬.খ
৭.খ
৮.ঘ
৯.খ
১০.ক
১১.গ
১২.খ
১৩.ঘ
১৪.খ
১৫.গ
১৬.গ
১৭.ক
১৮.ঘ
১৯.ক
২০.গ

মুক্তিযুদ্ধ বিষয়ক MCQ,mcq
মুক্তিযুদ্ধ বিষয়ক MCQ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url