কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
কিছু_গুরুত্বপূর্ণ_সাধারণ_জ্ঞান:
🟢বর্তমান বিশ্ব ও ভারত:
১। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী- ঋষি সুনাক।
২। ইউটিউবের প্রধান- নীল মোহন।
৩। বিশ্বব্যাংক প্রধান- অজয় বাঙ্গা।
৪। গুগলের প্রধান- সুন্দর পিচাই।
৫। বর্তমান বিশ্বের জনসংখ্যার শীর্ষ দেশ- ভারত
৬। বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ- ভারত
🟢বঙ্গবন্ধুর বইগুলোর ঘটনা বর্ণিত:
১। অসমাপ্ত আত্মজীবনী- সময়কাল: ১৯৩৯-১৯৫৫
২। কারাগারে রোজনামচা- সময়কাল:১৯৬৬-১৯৬৮
৩। আমার দেখা নয়াচীন- সময়কাল:১৯৫২
🟢আবহাওয়া নিয়ে যত কথা:
১। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র -২টি।
২। আবহাওয়া কেন্দ্র -৪টি।
৩। আবহাওয়া স্টেশন -৩৫টি।
৪। আবহাওয়া ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র - ৪টি।
৫। আবহাওয়া ও হাইড্রোলজিকেল রাডার স্টেশন- ৫টি।
৬। আবহাওয়া ভৃ-উপগ্রহ কেন্দ্র আছে- ৪টি।
৭। টেলিভিশন ভৃ-উপকেন্দ্র- ১৯টি
৮। দেশের ক্লাইমেট সেন্টার -১টি (গাজীপুর, শ্রীপুর, ১ অক্টোবর ২০২২)।
৯। বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র হচ্ছে -১২টি।
১০। মহাকাশ গবেষণা কেন্দ্র ১টি (SPARRSO)
🟢সীমান্তবর্তী জেলা:
১। বাংলাদেশের সাথে ভারতের আছে ৫টি রাজ্যের (আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ)
আর ভারতের সাথে বাংলাদেশের আছে ৩০ টি জেলার।
২। বাংলাদেশের সাথে মিয়ানমারের আছে ২টি রাজ্যের ( রাখাইন ও শান)।
আর মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩টি জেলার।
৩। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা- ৩২টি
৪। অভিন্ন সীমানা-
ভারত ও মিয়ানমারের সাথে রাঙামাটি জেলার সীমানা রয়েছে।
৫। সীমানা নেই - ঢাকা ও বরিশাল বিভাগের সাথে।
🟢গোয়েন্দা জোট:
বিশ্বের একমাত্র গোয়েন্দা জোট হচ্ছে - ফাইভ আইস।
এই গোয়েন্দা জোটের দেশগুলো হচ্ছে -
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া।
যাত্রা শুরু- ১৯৫৬ সালে।
🟢রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি:
চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে শান্তিচুক্তি-
১। চীনের শান্তি চুক্তি - ১২ দফার।
২। রাশিয়ার শান্তির জন্য শর্ত- ৪টি।
৩। ইউক্রেনের শান্তি চুক্তি -১০ দফার।
🟢স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ
★ স্মার্ট বাংলাদেশ হবে: ২০৪১ সালের মধ্যে
★ স্মার্ট বাংলাদেশের ভিত্তি: ৪ টি
১. স্মার্ট সিটিজেন
২. স্মার্ট গভর্মেন্ট
৩. স্মার্ট সোসাইটি
৪. স্মার্ট অর্থনীতি
★ স্মার্ট বাংলাদেশের ঘোষণা: ১২ ডিসেম্বর, ২০২২
★ প্রথম স্মার্ট গ্রাম: হিজলী (ঝিনাইদহ)
★ প্রথম স্মার্ট উপজেলা: শিবচর (মাদারীপুর)
★ প্রথম স্মার্ট জেলা: চট্টগ্রাম (প্রস্তাবিত)
👉 ডিজিটাল বাংলাদেশ দিবস: ১২ ডিসেম্বর
👉 প্রথম 'ডিজিটাল সিটি'/শহর: সিলেট
👉 প্রথম ডিজিটাল গ্রাম: তুলাতুলী, (কক্সবাজার)
👉 প্রথম ডিজিটাল জেলা: যশোর
👉 প্রথম ডিজিটাল দ্বীপ: মহেশখালী
👉 সাইবার সিটি: সিলেট নগরী