সহজে দারাজ থেকে মিষ্ট্রি বক্স কেনার নিয়ম

 

এমন অনেকেই আছেন যারা দারাজে কেনাকাটা করে থাকেন কিন্তু মিষ্টি বক্স কখন লাইভ করা হয় সেই সম্পর্কের কোন ধারনা নেই। তাই আমি আজকে আপনাদের বলে দেবো কখন কখন মাইট্রি বক্স দেয়।
দারাজ মূলত মানুষকে আকর্ষণ করার জন্য এসব লোভনীয় অফার দিয়ে থাকে।

এই বক্সটি জাদুর বাক্স বলে থাকেন কারণ এবক্স খুব অল্প টাকায় অনেক দামি দামি জিনিসপত্র পাওয়া যায় তাই আজকে আমি মাইস্ট্রি শিখিয়ে দিব কিভাবে মাইচটি বক্স অর্ডার করবেন

তো চলুন বকবক না করে শুরু করা যাক।।

সর্বপ্রথম আমরা জানবো কখন কখন লাইভ হয় দারাজে মাইস্ট্রি বক্স এর জন্য। চলুন এ সময় গুলো আমরা নোট করে রাখি।
১.বিভিন্ন দিবস। (যেমনঃ- ভ্যালেন্টাইন ডে, বিজয় দিবস স্বাধীনতা দিবস, ইত্যাদি)
২.দারাজের প্রতিষ্ঠাবার্ষিকী ১১.১১
বিদ্রঃ- দারাজের অফিশিয়াল পেজ ঘোষণা করে দেয়া হয় কখন কখন মাইস্ট্রি বক্স দেওয়া হবে। এজন্য সব সময় দারাজের পেজে চোখ রাখতে হবে । অথবা Daraz Fan club গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন তাহলে জানতে পারবেন কখন কখন মাইস্ট্রি বক্স দেওয়া হয়।
অথবা আমার গুরুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানে আমি তাদের সকল অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং কম মূল্যের প্রোডাক্টগুলোর লিংক দিয়ে থাকি।
https://chat.whatsapp.com/IL4z170oPQrLWA8v1z1iWY

চলুন শুরু করি কিভাবে মাইস্ট্রি বক্স ধরতে হয়ে।।

১. মাইস্ট্রি বক্স কখন দেয় সেই সময়টাকে জানতে হবে।
২.ভালো ফোন এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে.
৩.সময়ের আগে একবার দারাজ অ্যাপ ক্লিয়ার ডাটা করে আবার লগইন করতে হবে।
৪.সময়ের 2 মিনিট আগে থেকে  লিংকে ঢুকে ট্রাই করতে হবে।
৫.মনে রাখবেন লিংক আগেই সেভ করে রাখতে হবে না হলে পরে খুঁজে পাবেন না।
৬. মাইস্ট্রি বক্স ঢুকার পর Buy Now অপশন যখন আসবে  তখন Buy now তে ক্লিক  করতে হবে।
৭. ক্লিক করার পর টাকার place order এ ক্লিক করতে হবে।। তারপর আবার ব্যাক করতে হবে Buy now এ ক্লিক করতে হবে। এভাবে ৪/৫ টা অর্ডার করতে পারবেন।।

তবে মনে রাখবেন একবারে কখন হবে না বার বার চেষ্টা করতে হবে।তবে হতাশ হবেন না বারবার চেষ্টা করতে থাকলে দুই তিনটা বক্স ধরতে পারবেন।

বারবার রিলোড করে অর্ডার করতে হবে কখনোই একবারে কাটে দিবেন না তাহলে আর ওই পেজে যেতে পারবেন না।

এখন জানে নেই মাইস্ট্রি বক্স এর দাম কত?
মাইস্ট্রি বক্স বিভিন্ন দামের হয়ে থাকে যখন যেরকম অফার থাকে তবে আমি নিচে কিছু প্রাইজ দিচ্ছি এগুলোর আশেপাশে হয়ে থাকে।
১১ টাকা,১৪ টাকা, ৪৯ টাকা, ৫৫ টাকা, ৭০ টাকা,৯৯ টাকা, ১০৬ টাকা, ১২০ টাকা, ১৪০ টাকা।
তুমি একটা জিনিস মনে রাখবেন যেগুলো কমদামের সেগুলো ডেলিভারি চার্জ থাকে এবং এগুলো 100 টাকা উপরে সেগুলোর ডেলিভারি চার্জ থাকেনা।

দামের জন্য প্রডাক্ট কোন ইফেক্ট করে না এখানেই সবাই রেনডমলি জিনিসপত্র পায়।তবে তারা সর্বনিম্ন মাইস্ট্রি বক্স দামের থেকেও বেশি টাকার জিনিস দিয়ে থাকে।

মাইস্ট্রি বক্স নিয়ে আরো কিছু কথা

১.দারাজে মাইস্ট্রি বক্স কেনার সময় অবশ্যই আগে পেমেন্ট করতে হবে। ক্যাশ অন ডেলিভারি তে এই বক্স কেনা যাবে না।

২. মাইস্ট্রি বক্স সব সময় পাওয়া যাবে না কিছু নির্ধারিত সময় এবক্স দারাজ লাইভ করে থাকে। একজন মানুষ একটার বেশি অর্ডার করতে পারবে। খুব অল্প সংখ্যক মানুষ এবক্স পেয়ে থাকেন কারণ এ বক্সের স্টক খুবই কম।
৩.এবক্স রিটার্ন করা যাবে না।তবে কিছু কিছু ক্ষেত্রে রিফান্ড করা যায় তবে অনেক অভিজ্ঞতার প্রয়োজন।

আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোন আর্টিকেল এ।।।সাইটে আরো অনেক আর্টিকেল আছে মেনু থেকে দেখতে পারেন আপনার দরকারি  লেখা গুলা।।


যদি তারপরও বুঝতে না পারে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি এডমিন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হাতে কলমে দরকার হকে শিখায় দিবো।।আপনাদের মতামত জানাতে ভুলবেন না।


সহজে দারাজ থেকে  মিষ্ট্রি বক্স কেনার নিয়ম
সহজে দারাজ থেকে  মিষ্ট্রি বক্স কেনার নিয়ম


Next Post Previous Post
2 Comments
  • নামহীন
    নামহীন ১০ ফেব্রুয়ারী, ২০২৩ এ ৬:৩৯ AM

    Helpful

  • নামহীন
    নামহীন ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ এ ৯:২১ AM

    beautiful post

Add Comment
comment url