সূরা ফালাক অর্থসহ

আসসালামু আলাইকুম। 

আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

সূরা ফালাক অর্থসহ
সূরা ফালাক অর্থসহ 

অবতীর্ণের স্থান:- মদিনায় অবতীর্ণ। 

সূরার নামের অর্থ:- নিশিভোর

ক্রম:- ১১৩

সূরার আয়াতের সংখ্যা:-৫ 

পারার :- ৩০

রুকু :- ১

সিজদাহ্‌ নেই। 


বাংলা উচ্চারণ হলো:-

বিসমিল্লাহির রাহমানির রাহীম


১. কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক


২. মিন শাররি মা-খালাক।


৩. ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।


৪. ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।


৫. ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

আরবি উচ্চারণ  হলো:-

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ(۱) مِنْ شَرِّ مَا خَلَقَۙ(۲) وَ مِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ(۳) وَ مِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِۙ(۴) وَ مِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ۠(۵) 


সুরার বাংলা অর্থ:-

১. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,


২. তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,


৩. অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,


৪. গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে


৫. এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।



আলহামদুলিল্লাহ। আল্লার রহমতে সাবধানতা অবলম্বনের মাধ্যমিক পোষ্ট করা হয়েছে । পোষ্টে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের জানাবেন নিছে কমেন্ট করে।আমরা সাথে সাথে ঠিক করে দিব ইনশাল্লাহ। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url