সূরা নাস অর্থসহ
আসসালামু আলাইকুম
আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
![]() |
সূরা নাস |
সূরা নাস
অবতীর্ণের স্থানঃ মাদানী সূরা
নামের অর্থঃ মানবজাতি
সূরার ক্রমঃ ১১৪ ( ৬২৩১-৬২৩৬)
আয়াতের সংখ্যাঃ ৬
পারার ক্রমঃ ৩০
রুকুর সংখ্যাঃ ১
সিজদাহ্র সংখ্যাঃ নেই
বাংলা উচ্চারণঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,
২. মালিকিন্না-ছ,
৩. ইলা-হিন্না-ছ।
৪. মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
৫. আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ।
৬. মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
আরবি উচ্চারণঃ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ(۱) مَلِكِ النَّاسِۙ(۲) اِلٰهِ النَّاسِۙ(۳) مِنْ شَرِّ الْوَسْوَاسِ ﳔ الْخَنَّاسِﭪ(۴) الَّذِیْ یُوَسْوِسُ فِیْ صُدُوْرِ النَّاسِۙ(۵) مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ۠(۶)
অনুবাদঃ
১. বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
২. মানুষের অধিপতির,
৩. মানুষের মা’বুদের
৪. তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
৬. জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।