বাংলা এক লাইনের শায়ারী | Bengali One-Line Shayari

 

 

বাংলা এক লাইনের শায়ারী | Bengali One-Line Shayari

অনুভূতির মৃত্যু হয় না প্রিয়😌🌸

কিছু লাশ আজও তার খুনি কে ভালোবাসে।।

চলো তো বিয়ে করে ফেলি বাল!


আমি ফিরতি পথ ধরে চাইছি না যেতে আর🙂💔


😌🙂আমি ভালোবাসায় বিশ্বাসী💖


তোমার কাছে ক্ষরস্রোতাও গতিহীন🙂❤


❤🌼তুমি আর আমি যাই ক্রমে সরে সরে🗣


🌚💤আমি আমার মতো থাকতে ভালোবাসি🤡


ওরা হৃদয়ের রং জানে না 🙃❤


ফিরে তাকাবো, কিন্তু ফিরে আসবো না!🌸


হাসিটা লোক দেখানো☺🌸বাকিটা ব্যক্তিগত🙂🥀


দূরুত্ব যতই হোক প্রতি মুহুর্তে তোমাকে অনুভব করি!🖤🙂


🌚🦋আমি পারিনি তোমাকে আপন করে রাখতে♡


💕ডাকনাম গুলো ভীষণই ছোঁয়াচে🌚🌻🥀


দিয়ে যাও তুমি ,পাওয়ার আশা করো না 🙂🥀


রং মানষই বেশি বদলায়, নাম শুধুই হয় গিরগিটির!❤️


বিদ্ধেষী মন ...তোমায় খুঁজে বেড়ায় ....


মানুষ কল্পনা তেই বেশি সুখী


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url